কুয়ালালামপুর বিমানবন্দরে ‘বেওয়ারিশ’ বিমান
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে তিনটি ‘বেওয়ারিশ’ জেট বিমান। এগুলোর কোনো মালিক খুঁজে পাচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়েই কর্তৃপক্ষ তিনটি বোয়িং-৭৪৭ বিমানের মালিকের খোঁজে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে।
বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিমানের মালিকরা যদি ১৪ দিনের মধ্যে বিমানগুলোর মালিকানা দাবি না করেন, তাহলে বিমানগুলো বেচে দেওয়া হবে, নয়তো সেগুলো ধ্বংস করে ফেলার ব্যাপারে আমাদের অধিকার প্রয়োগ করতে আমরা বাধ্য হব।’
বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, যাঁরাই বিমানগুলোর মালিকানা দাবি করবেন, তাঁদের অবশ্যই বিমানগুলোর অবতরণ ও পার্কিং বাবদ যা খরচ হচ্ছে, তা বিমানবন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বিমানগুলোর যদি মালিক না পাওয়া যায়, তাহলে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হবে। যদি নিলামে বিক্রি না হয়, তাহলে লোহালক্কড় হিসেবে বিক্রি করে অবতরণ ও পার্কিং বাবদ বকেয়া পরিশোধ করা হবে।
অবতরণের পর এ তিনটি বিমানের মালিকানা-সংক্রান্ত সর্বশেষ যে তথ্য ছিল, সে অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি।
কুয়ালালামপুর বিমানবন্দরের ব্যবস্থাপক জায়নুল মোহাম্মদ ঈশা বিবিসিকে বলেন, ‘জানি না কেন বিমানগুলোর মালিক কর্তৃপক্ষ কোনো উত্তর দিচ্ছে না। অনেক কারণই হয়তো থাকতে পারে। হতে পারে যে বিমান চালানোর মতো প্রয়োজনীয় অর্থ তাদের নেই।’
কুয়ালালামপুরে ছোট ধরনের বিমান ফেলা যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত এক দশকে এ রকম ঘটনা বেশ কয়েকটা ঘটেছে বলেও জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক।
এর আগে নব্বইয়ের দশকে বিমানবন্দরে ফেলে যাওয়া এমন একটি ছোট বিমান কর্তৃপক্ষ নিলামে বিক্রি করে দিয়েছিল। সেটি এখন কুয়ালালামপুরে রেস্তোরাঁয় পরিণত হয়েছে।