সাতক্ষীরা জেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান
সাতক্ষীরা জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে এবারই প্রথম কোন নারী নির্বাচিত হলেন। নির্বাচিত আওয়ামী লীগের এ নেত্রীর নাম বিশাখা সাহা।
বিশাখা সাহা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে দুই হাজার ৭০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জয়দেব সাহা পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট।
কলারোয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন বিলকিস জামান। এরপর বিভিন্ন সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নারী নেত্রীরা এগিয়ে এলেও ইউপি চেয়ারম্যান পদে এ প্রথম এলেন বিশাখা সাহা।
বিশাখা সাহা জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত তপন সাহার স্ত্রী। তিনি ২০১৬ সালে ইউপি নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবার তিনি জয়লাভ করে সাতক্ষীরা জেলার প্রথম নারী চেয়ারম্যান হিসাবে জনপ্রতিনিধিত্ব করবেন।
বিজয়ের পর বিশাখা সাহা সাংবাদিকদের বলেন, ‘আমি জনগণের পক্ষে কাজ করতে চাই। কারণ তারাই আমাকে এ পদে বসিয়েছেন।’