মাসের পর মাস বেতন নেই, দুর্ভোগে আফগানিস্তানের অনেক চাকরিজীবী
মাসের পর মাস বেতন না পাওয়ায় নতুন কাজ খুঁজতে বাধ্য হচ্ছেন আফগানিস্তানের অনেক সরকারি কর্মজীবী। এসব সরকারি কর্মজীবী এখন রাস্তায় ট্যাক্সি চালাচ্ছেন কিংবা বিভিন্ন পণ্য বিক্রি করতে রাস্তায় নেমেছেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ এ খবর জানিয়েছে।
ভুক্তভোগী সরকারি কর্মজীবীরা আশঙ্কা করছেন, দ্রুত সমস্যার সমাধান করতে না পারলে দেশে মানবিক সংকট তৈরি হবে।
আকরামুদ্দিন নামের এক ব্যক্তি ১৮ বছর ধরে একটি সামরিক সংস্থায় কাজ করছেন। সাত মাস ধরে তিনি কোনো বেতন পাচ্ছেন না। টোলোনিউজকে তিনি বলেন, ‘তারা আমার বেতন দেয়নি। আমি ভাড়া বাসায় থাকি। বাসা ভাড়া পাঁচ হাজার আফগানি মুদ্রা, আর বিদ্যুতের জন্য দুই হাজার আফগানি দিতে হচ্ছে। অথচ, এখন আমার ১০ আফগানিও আয় নেই।’
মোহাম্মদ নাসির নামের এক শিক্ষক বলেন, ‘নয় সদস্যের পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন আমি। আগে আমার পরিবারের খরচ ছিল ১০ হাজার আফগানি। কিন্তু, এখন বেতন পাচ্ছি না। এ ছাড়া জিনিসপত্রের দামও খুব চড়া।’
এদিকে, চাকরি হারিয়ে বা বেতন না পাওয়ায় অন্যান্য পেশার কর্মচারীরাও কাজ করতে রাস্তায় নেমেছেন। রাস্তায় তাঁরা বিভিন্ন পণ্য বিক্রি করছেন। তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কাবুলের বাসিন্দারা তাদের দেশের এমন অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা একে একটি দুঃখজনক ও ক্ষতিকর পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।
গোলাম নবী নামের এক ব্যক্তি বলেন, ‘আফগানিস্তানের অনেক মানুষ সমস্যার মধ্যে আছে। আমরা বর্তমান সরকারকে এই বিষয়ে মনোযোগ দিতে বলেছি। এসব মানুষ যারা রাস্তায় কাজ করছে, তারা প্রতিদিনের খাবার যোগাড় করতে পারছে না।’
এর আগে, ইনডিপেনডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড সিভিল সার্ভিস কমিশন বলেছিল, আফগানিস্তানে প্রায় ৪৩ হাজার সরকারি কর্মচারী কর্মরত রয়েছেন।