পিরোজপুরে বাসচাপায় কৃষক লীগ নেতা নিহত, আহত ১৩
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যাওয়ার পথে পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালী ফেরিঘাটে বাসচাপায় উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মুন্সী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।
নিহত আবদুল হামিদ মুন্সীর বাড়ি ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরায়। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত ১৩ জনকে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে একটি বাস চরখালী ফেরিঘাটে আসে। ফেরিটিকে ঘাটে আসতে দেখে চালক স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা ফেরির দিকে যেতে থাকে। চালক বাসটিকে রক্ষার জন্য পন্টুনের পিলারে ধাক্কা দেয়। এ সময় সেখানে একটি মোটরসাইকেলে বসে থাকা আবদুল হামিদ ও দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধারকাজ চালায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আবদুল হামিদও ওই সম্মেলনে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।