ভৈরবে ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। গঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।
রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) সহকারী পরিবহণ কর্মকর্তা মো. আমিনুল হককে প্রধান করে গঠিত ওই কমিটিতে সদস্য করা হয়েছে সহকারী যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্তকে।
রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনের একটি ট্রলি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওইপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে প্রায় চার ঘণ্টা আটকে থাকে। ওই দুর্ঘটনার জন্য উভয় ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও সহকারী পরিবহণ কর্মকর্তা মো. আমিনুল হক মুঠো ফোনে জানান, এ ধরণের দুর্ঘটনা নানা কারণে ঘটতে পারে। তবে ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা জানতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।