পিরোজপুরে আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন
পিরোজপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। পিরোজপুর সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়ালকে সভাপতি, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবদুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কাউন্সিলে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিল পরিচালনা করেন এ কে এম এ আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।
এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো খাদ্যাভাব নেই। এই সরকার ক্ষমতায় থাকলে দেশ ২০২১ সালে নয়, ১৮/১৯ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’ এ সময় তিনি কোনো কাজে যাতে বঙ্গবন্ধুর আদর্শ প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সজাগ থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পিরোজপুরে একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন শিল্পমন্ত্রী।