তীব্র শীতে ঠাকুরগাঁওয়ে জনজীবন বিপর্যস্ত
গত তিন দিন ধরে ঠাকুরগাঁওয়ে তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করতে দেখা যায়।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে বৃদ্ধ ও শিশুরা। আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমেনিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে।
হাসপাতাল পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১০৮ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ডায়রিয়া ও নিউমেনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। এদিকে, শীতজনিত রোগে সদর হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহজাহান নেওয়াজ ও কর্তব্যরত নার্স জানান, ভয়ের কোনো কারণ নেই, শীত কমে গেলেই শিশুরা ভালো হতে শুরু করবে। আর নার্স বললেন, জনবল সংকট, তাই হিমশিম খেতে হচ্ছে।