নরসিংদী ও মনোহরদীতে দুই ‘বিদ্রোহীর’ প্রার্থিতা প্রত্যাহার
নরসিংদী পৌরসভায় মেয়র পদপ্রার্থী বিএনপির ‘বিদ্রোহী’ সিদ্দিকুর রহমান এবং মনোহরদী পৌরসভায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ শাহরিয়ার কবির তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এছাড়া এদিন মাধবদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ ওয়ার্ডে এখন একমাত্র প্রার্থী মো. সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।
মাধবদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন বর্তমান কাউন্সিলর। বিধি অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফলের সময় তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নরসিংদী পৌরসভায় কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ননী গোপাল এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী আকরাম আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মাধবদী পৌরসভায় কাউন্সিলর পদপ্রার্থী ২ নম্বর ওয়ার্ডের হাবিবুল্লাহ ভুইয়া, ৬ নম্বর ওয়ার্ডের জিয়া উল্লাহ ও মাসুদ মিয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এছাড়া মনোহরদীতে কাউন্সিলর পদে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী দীপক চক্রবর্তী মনোনয়নপত্র প্রত্যহার করেছেন।