নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া না পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। ১৯ থেকে অনূর্ধ্ব-২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
শারীরিক গঠন
প্রার্থীর ন্যূনতম উচ্ছতা ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ৪ ইঞ্চি (নারী), বুকের মাপ সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (পুরুষ), ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত পরিমাপের হতে হবে (পুরুষ ও নারী), দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (শিক্ষানবিশ কাল শেষ হওয়ার পর)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (www.police.teletalk.gov.bd) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৪ নভেম্বর, ২০২১।
সূত্র : www.police.teletalk.gov.bd ।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে