আ.লীগ প্রার্থীর ওপর হামলার অভিযোগ
শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকার প্রার্থীর।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সুবচনী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৌকার প্রার্থী প্রচারণা শেষে অফিসে বসলে বিদ্রোহী প্রার্থী আনোরস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন নির্বাচনি অফিস ভাঙচুর করে। এ সময় সিরাজুল ইসলাম ঢালী আহত হন। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর এক আত্মীয় বলেন, ‘আমরা প্রচারণা শেষ করে নির্বাচনি অফিসে এসে বসলে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীসহ কয়েকশ লোক হামলা চালায়। আমাদের অফিস ভাঙচুর করে। এতে সিরাজুল ইসলাম ঢালী আহত হন।’
এ বিষয়ে জানতে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি হাবিবুর রহমান ঢালীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পালং থানার পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত রয়েছে। এখনও কাউকে আটক করা যায়নি।