চট্টগ্রামে স্ত্রী হত্যায় সেনা সদস্যের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর শিক্ষিকা রুমি বড়ুয়া (৩৬) হত্যা মামলার রায়ে স্বামী সেনা সদস্য রিন্টু বড়ুয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত পঞ্চম জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিন্টু বড়ুয়া (৩৪) উপজেলার বেতাগী ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বন্দরবানে লামা সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন।
নিহত রুমি বড়ুয়া বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দীপ্তি কুমার বড়ুয়ার কন্যা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রতন চক্রবর্তী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১৭ সালের ১৩ আগস্ট রাতে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে বড়ুয়াপাড়া গ্রামে রিন্টু বড়ুয়া গলাকেটে স্ত্রী রুমা বড়ুয়াকে হত্যা করেন।
স্থানীয় লোকজন জানান, রিন্টু বড়ুয়া স্ত্রী রুমি বড়ুয়াকে নিয়ে ঘটনার আগের দিন বিকেলে বান্দরবান থেকে বাড়িতে আসেন। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। স্ত্রী রুমি বড়ুয়া স্বামীর থেকে দুই বছরের বড় ছিলেন। তাছাড়া দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হচ্ছিল না। এ নিয়ে মূলত রিন্টু রুমির মধ্যে অশান্তি ছিল বলে জানায় স্থানীয়রা।