নিখোঁজের এক মাস পর হিমালয় থেকে তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার
নিখোঁজের প্রায় এক মাস পর নেপালে হিমালয়ের দুর্গম একটি অংশ থেকে তিন ফরাসি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তাদের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এভারেস্টের পাশে ছয় হাজার মিটার উচ্চতায় মিংবো এইজারের চূড়ায় ওঠার অভিযানে ছিলেন তারা। সবশেষ গেল ২৬ অক্টোবর নিজেদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন এই পর্বতারোহীরা।
এরপর তাদের নিখোঁজের খবরটি জানাজানি হলে পর্বতারোহীদের উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এই উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল।
উদ্ধারকারীরা আশঙ্কা করছিলেন, তারা হয়তো-বা পাঁচতলা সমান উচ্চতার তুষারে চাপা পড়ে গেছেন।
ঋষি রাজ ধাকাল নামে নেপালি পুলিশের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এরই মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনই তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
থমাস আরফি, লুইস পাসৌদ ও গ্যাব্রিয়েল মিলৌচি নামের ফ্রান্সের তিন তরুণ পবর্তারোহীসহ মোট আটজনের একটি দল দুটি অংশে বিভক্ত হয়ে পৃথক কয়েকটি চূড়ায় আহরণের অভিযান চালাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে, আকস্মিক তুষারধস শুরু হলে তারা নিজেদের অভিযান থেকে পিছু হটে ফিরে আসার চেষ্টায় ছিলেন।
উল্লেখ, মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসার পর সম্প্রতি পর্বতারোহীরা নেপালে ফিরতে শুরু করেছেন।