মহেশপুরের ১২ ইউপিতে বিজয়ী পাঁচ চেয়ারম্যানই আ. লীগের বিদ্রোহী
ঝিনাইদহের মহেশপুরে ১২টি ইউনিয়নে ছয়জন নৌকা প্রতীকে পাঁচজন স্বতন্ত্র ( আ.লীগ বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন ১ নং এসবিকে ইউনিয়নের আরিফান হাসান চৌধুরী লুথান (স্বতন্ত্র আ.লীগ দলীয় বিদ্রোহী), ২ নং ফতেপুর ইউনিয়নের গোলাম হায়দার নান্টু (স্বতন্ত্র আ.লীগ দলীয় বিদ্রোহী), ৩ নং পান্তাপাড়া ইউনিয়নের মাজহারুল ইসলাম স্বপন (স্বতন্ত্র আ.লীগ দলীয় বিদ্রোহী) ৪ নং স্বরূপপুর ইউনিয়নে মিজানুর রহমান ( নৌকা), ৫ নং শ্যামকুড় ইউনিয়নে জামিরুল ইসলাম (স্বতন্ত্র আ.লীগ দলীয় বিদ্রোহী), ৬ নং নেপা ইউনিয়নে সামছুল হক মৃধা ( নৌকা), ৭ নং কাজীরবেড় ইউনিয়নের ইয়ানবী ( বিদ্রোহী), ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়নে নাজমুল হুদা জিন্টু (স্বতন্ত্র আ.লীগ দলীয় বিদ্রোহী), ৯ নং যাদবপুর ইউনিয়নে সালাউদ্দিন আহমেদ ( নৌকা), ১০ নং নাটিমা ইউনিয়নে আবুল কাশেম ( নৌকা) ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নে আমিনুল ইসলাম ( নৌকা), ১২ নং আজমপুর ইউনিয়নে সাজাজাহান আলী ( নৌকা)।
১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ( মহিলা ) ১২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনভর নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা। ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে যথা সময়ে ভোটগ্রহণ শেষ হয়েছে।