কুষ্টিয়ায় সস্ত্রীক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ফের দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (বিশেষ জজ) আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ আদেশ দেন।
আজ বিকেলে আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত রবিউল ইসলামের জামিন নামঞ্জুর করেন।
এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে থাকা এ মামলার অপর আসামি রবিউল ইসলামের স্ত্রী কুষ্টিয়া ইসলামীয়া কলেজের শিক্ষক কামরুন্নাহারের জামিন শুনানি হবে আগামী ১৪ নভেম্বর।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে গত ৩ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কে এম জাহিদ সরওয়ারের বেঞ্চ রবিউল ইসলামকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেন। এ ছাড়াও প্রকৌশলীর স্ত্রী কামরুন্নাহাকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুরসহ নিম্ন আদালতে জামিন আবেদনের নির্দেশ দেন হাইকোর্টের ওই বেঞ্চ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয়বহির্ভুত ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেন। অপর মামলায় ২০০৪ সালের ১০ অক্টোবর থেকে ২০১৯ সালের ৪ নভেম্বর সময়কালের মধ্যে কুষ্টিয়া পৌরসভায় কর্মরত সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রূপালী খাতুন ৭২ লাখ ৩২ হাজার ৬৪৮ টাকার সম্পদ অর্জন করেন।
এদিকে, আজ বিকেলে একই দাবিতে আবারও একই আসামিদের বিরুদ্ধে এক কোটি টাকার সম্পদ অর্জনে দুর্নীতি ও মানি লন্ডারিং আইনে মামলা করেছেন দুদক।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ আবু তাহেরের আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সপ্তাহে শুনানিসহ আদেশের দিন ধার্য করেন।