পিরোজপুরে পিবিএম কার্যক্রম জোরদারের লক্ষ্যে কর্মশালা
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পিবিএম কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান-প্রধানদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
কর্মশালায় জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপিপি সেল সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার আজিম, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল করিম সরদারসহ কর্মকর্তারা।
কর্মশালায় জেলার সাত উপজেলার ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।