যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন
দুই দশকে পৃথিবীর মোট সম্পদের পরিমাণ তিনগুণ বেড়ে গেছে। আর যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষ ধনী দেশের অবস্থান দখলে নিয়েছে চীন। একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
২০০০ সালে পৃথিবীর সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশ চীনের দখলে।
শীর্ষ ১০টি দেশের সম্পদের হিসাবনিকাশ ঘেঁটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট। বিশ্বের ৬০ শতাংশ সম্পদের মালিকানা এই দশটি দেশের হাতে।
২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা ১২০ ট্রিলিয়নে ঠেকেছে।
ম্যাককিনসি’র হিসাব মতে, পৃথিবীর মোট সম্পদের ৬৮ শতাংশই রিয়েল এস্টেট খাতের। আর্থিক সম্পদ এই হিসাবের আওতাভুক্ত নয়।