গলাচিপায় ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার, গ্রেপ্তার ৩
গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে উদ্ধারকৃত ইভিএম মেশিন ও গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের বাসিন্দা জামাল (৪০), একই গ্রামের জাকির (৩৮) ও জীবন (৩৭)।
ওসি আনোয়ার জানান, ইভিএম মেশিন ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।