জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন কানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন আড়াই বছর পর। দীর্ঘ বিরতির পর আবারও দেখা যাবে চিরচেনা উপস্থাপনায়। এনটিভির ‘লেমন ব্রাইট তোমার জন্য রান্না’ শিরোনামের রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তিনি। দেখুন মুনমুনের কয়েক ঝলক ছবি : সাইফুল সুমন