পিরোজপুরে ডোবা থেকে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ইউনিয়নের আকরামের ইট ভাটা সংলগ্ন বলেশ্বর নদীর পাশের একটি ডোবা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি ডোবায় ভাসতে দেখে। লাশের শরীরে থাকা শাড়ি ও গলায় মালা দেখে এটি কোন নারীর লাশ বলে চিহ্নিত করা হয়েছে। লাশটি অর্ধগলিত থাকায় বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। তবে লাশটির কোন পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।