লাঙ্গল প্রতীকে ইউপি চেয়ারম্যান হলেন সাফিয়া
সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় নারী চেয়ারম্যান হলেন কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের সাফিয়া পারভিন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে তিনি আওয়ামী লীগসহ অপর সাত প্রার্থীকে হারিয়ে দিয়ে এই প্রথমবারের মতো চেয়ারম্যান হলেন।
আজ রোববার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে সাফিয়া পারভিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের রবিউল্লাহ বাহারকে ৬৬৬ ভোটে হারিয়ে দিয়েছেন। সাফিয়া পারভিন কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রয়াত নেতা মোশাররফ হোসেনের মেয়ে। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সন্ত্রাসীরা মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে। এরপর উপনির্বাচনে চেয়ারম্যান হন তাঁর স্ত্রী আকলিমা খাতুন লাকি। এবার সেই স্থানেই পৌঁছে গেলেন তাঁদের মেয়ে সাফিয়া পারভিন।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা সাহা। এবার তৃতীয় ধাপের নির্বাচনে সাফিয়া পারভিন জয়লাভ করায় তিনিই হলেন সাতক্ষীরা জেলার তৃতীয় নারী ইউপি চেয়ারম্যান।