আশুগঞ্জের আট ইউপিতে আওয়ামী লীগের ৩৬ মনোনয়নপত্র বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া শুরু করেছে।
গতকাল শনিবার নির্বাচন কমিশন আশুগঞ্জ উপজেলাসহ সারা দেশের পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৫ জানুয়ারি এখানে ভোটগ্রহণ হবে। আজ রোববার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র বিক্রি এবং জমা নেওয়া শুরু করেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা ৩৬টি ফরম বিক্রি এবং জমা দিয়েছেন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ ছফি উল্লাহ মিয়া বলেন, ‘আটটি ইউনিয়নে মোট ৩৬টি মনোনয়ন ফরম বিক্রি এবং জমা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ এ ফরমগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাবে। কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে তা জানা যাবে।’
উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী সায়দুর রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রার্থীর সুযোগ নেই। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাইরেও গিয়ে নির্বাচন করে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে এ ব্যাপারেও প্রার্থীদেরও ফরম কেনার সময় সতর্ক করা হয়েছে।’
আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সি বলেন, ‘আগামী ৫ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান নিার্বচন সুষ্ঠু করার জন্য আমরা প্রার্থীসহ সবাইকে নিয়ে কাজ করব।’