নানার বাড়ি বেড়াতে গিয়ে নির্বাচনি সহিংসতায় মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত হয়েছেন। আজ রোববার বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, বাংলাবাজার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বই প্রতীকের প্রার্থী আরফা বেগম ও কলম প্রতীকের প্রার্থী রাবেয়া বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের কাচিকাটা এলাকার শাকিল মোল্লাকে (৩০) কোপানো হয়। তিনি গতকাল শনিবার মুন্সীগঞ্জের বাংলাবাজারে তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর নানা নিরু মাঝি বাংলাবাজারের বানিয়াল দক্ষিণ কৈলাশ এলাকার বাসিন্দা।
নিহত শাকিল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শাকিল কলম প্রতীকের প্রার্থী রাবেয়া বেগমের সমর্থক।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক জানান, ওই ব্যক্তিকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বাংলাবাজার কেন্দ্রের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় দুই নারী মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।