ডাকসু নির্বাচন
ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে কোথায়?
ডাকসু নির্বাচন তো বহুদিন আগে থেকেই হওয়া উচিত ছিল। আওয়ামী লীগ সরকার গেল। বিএনপি সরকার গেল। তত্ত্বাবধায়ক সরকার গেল। কতগুলো সরকার গেল। কেউ তো ডাকসু নির্বাচন করতে সাহস পায় না বা কেন করে না জানি না। ‘ডাকসু’, এটা তো গণতান্ত্রিক প্রতিষ্ঠান। ছাত্ররা এখান থেকে গণতান্ত্রিক চর্চার শিক্ষা গ্রহণ করবে এবং এখান থেকে নেতৃত্ব বের হবে। এটা তো ছাত্রসমাজের দাবি এবং গণতান্ত্রিক কোনো বিশেষ শক্তির দাবি।
এরশাদের পতনের পর বেসামরিক সরকার এলো, সংসদীয় সরকার এলো; কিন্তু ডাকসু বাদ হয়ে গেল অদ্ভুতভাবে। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কোনো সরকার পদক্ষেপ নেয়নি। এটা খুব খারাপ। এটা এ পর্যন্ত সব সরকারের একটা অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বলে আমি মনে করি।
ডাকসু নির্বাচন হতেই হবে। ডাকসু নির্বাচন না হলে জাতি নেতৃত্বশূন্য হয়ে পড়বে, মহামান্য রাষ্ট্রপতি এ কথাটা সঠিক বলেছেন। একদম সঠিক কথা বলেছেন। কিন্তু তিনি যে দল করতেন, সেই দলই তো এখন ক্ষমতায় আছে। তাঁরা করছেন না কেন? জনগণকে নির্বাচনের কথা বলার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলা বেশি জরুরি।
লেখক : সভাপতিমণ্ডলীর সদস্য, সিপিবি