কুয়েতে বাংলাদেশিসহ করোনায় নতুন আক্রান্ত ২৮ জন
কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৩১৭ জন। স্থানীয় পত্রিকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে ৩১৭ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩৭ জনের মধ্যে ১৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কুয়েতে করোনায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে কোয়ারেন্টিনে আছে দুই হাজার ৪৬৬ জন। এরই মধ্যে কোয়ারেন্টিনে থাকা ৯১১ জন নির্দিষ্ট সময় শেষে বাড়ি ফিরেছে।
কুয়েতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে দুজন বাংলাদেশি আছেন বলে জানা গেছে। অন্যদের মধ্যে একজন স্থানীয় নাগরিক, একজন নেপালি, ২৪ জন ভারতীয় বলে সংবাদমাধ্যম আরব টাইমসের খবরে উল্লেখ করা হয়।