কুয়েতে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত
কুয়েতে সর্বশেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার নতুন করে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ২৮৯ জন। প্রতিদিনের মতো আজ স্থানীয় পত্রিকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, কুয়েতে করোনায় আক্রান্ত ২৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। বর্তমানে চিকিৎসারত আছেন ২১৬ জন। তাদের মধ্যে ১৩ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে কোয়ারেন্টিনে আছে দুই হাজার ৪৬৪ জন। এরই মধ্যে কোয়ারেন্টিনে থাকা ৯১১ জন নির্দিষ্ট সময় শেষে করে বাড়ি ফিরেছেন। আরব টাইমস এ খবর জানিয়েছে।
কুয়েতে নতুন ২৩ জন করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে দুজন বাংলাদেশি বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজন সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে চলাফেরার কারণে আক্রান্ত হয়েছেন। আরেকজন কোথা থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সে বিষয়টি তদন্তাধীন আছে।