ফটো কনটেস্ট দিয়ে ড্রাইভিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন
ড্রাইভিলে এবার ব্র্যান্ড আ্যম্বাসেডর হয়েছেন পাঁচজন। প্রথম বারের মতো অনলাইন ফটো কনটেস্টের মাধ্যমে তাদের বেছে নিয়েছে আমেরিকান রাইড শেয়ার প্রতিষ্ঠানটি। সম্পতি এই ফটো কনটেস্টে চূড়ান্ত ড্রাইভিল ব্র্যান্ড আ্যম্বাসেডররা হলেন—বিজয়া সাহা, মালিহা সামরীন, মাইশা সরওয়ার, ইসরাত জাহান এবং কেশী।
এই প্রতিষ্ঠানে এক সময়ের ব্র্যান্ড আ্যম্বাসেডর ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল।
ড্রাইভিল রাইড শেয়ার সেবা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে কুরিয়ার সেবা, ই-কমার্স এবং নিজস্ব আমেরিকান ব্রান্ডের কসমেটিকস পণ্য নিয়ে কাজ করছে। এসব পণ্য প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট এবং বিশ্বখ্যাত ই-কমার্স ফ্লাটফর্ম আ্যামাজন ও ওয়ালমার্টে বিক্রয় হচ্ছে। জানানো হয়েছে, শিগগিরই তারা বাংলাদেশের মার্কেটে কসমেটিকস ও অন্যান্য পণ্য উন্মুক্ত করবে।
আমেরিকান গণমাধ্যম স্টার ট্রাইভুনসের বরাতে জানা যায়, প্রতি মাসে পাঁচ মিলিয়ন ইউএস ডলারের পণ্য আ্যামাজন ও ওয়ালমার্টে বিক্রয় করে ড্রাইভিল।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওয়াহিদ উজ্জ্বল বলেন, ‘কসমেটিকস অনেক সংবেদনশীল, মান খারাপ হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। আবার দাম বেশি হওয়াতে আমেরিকান পণ্য মানুষ ব্যবহার করতে পারে না। তাই আমি চাই, মানুষ আমাদের কসমেটিকস সুলভমূল্যে কিনে ব্যবহার করুক।’