ব্যারোনেস মঞ্জিলা উদ্দিনের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টে উইয়ের নারী উদ্যোক্তারা
বাংলাদেশের নারী উদ্যেক্তাদের সবচেয়ে বড় প্রতিষ্টান উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) এর ৩৫ সদ্যসরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। উই ট্রেড মিশন টু ইউকে‘র প্রকল্পে অংশ নিয়ে এই নারী উদ্যেক্তারা নিজেদের তৈরি পণ্য তুলে ধরছেন যুক্তরাজ্যের বিভিন্ন ইভেন্টে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দি অনারেবল ব্যারোনেস মঞ্জিলা উদ্দিনের আমন্ত্রণে উইয়ের নারী উদ্যেক্তারা ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের কমিটি রুম নাম্বার জি হল রুমে এক সেমিনারে অংশ নেন। লেভারেজিং ই-কমার্স ফর উইমেন্স এন্টারপ্রাইজ নামক সেমিনারটির সভাপতিত্ব করেন ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন।
এ সময় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারোনেস বার্মা,ব্যারোনেস পারাসার,ব্যারোনেস গোহার, বাংলাদেশের সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সিল্কউক গ্লোবাল লিমিটেড এর প্রেসিডেন্ট এবং সিইও সৌম্য বাসু,উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) এর ফাউন্ডার নাসিমা আক্তার নিশা,যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম,ব্রিটিশ বাংলাদেশী এমপি রুপা হক,এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন।
এ সময় সেমিনারে ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন বাংলাদেশে নারী উদ্যেক্তাদের এগিয়ে যাওয়ার গল্প শুনে তাদের ভূয়শী প্রশংসা করেন এবং তাদের আগামীর পথচলা যেন আরও সুন্দর ও সফল হয় সেজন্য শুভ কামনা জানান। শুধু তাই নয়, নারী উদ্যেক্তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির লক্ষে যুক্তরাজ্য থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা করারও প্রতিশ্রুতি দেন। এছাড়াও সেমিনারে ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন এ প্রকল্পটির গ্লোবাল মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপ ও প্রতিষ্টানটির সিইও সাবারিনা হোসাইন কে বিশেষ ধন্যবাদ জানান সকল ধরনের সহযোগিতা করার জন্য।
এদিকে নারী উদ্যেক্তাদের জন্য হাউজ অব লর্ডসে এত সুন্দর একটি সেমিনার আয়োজনের জন্য সিল্কউক গ্লোবাল লিমিটেড এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বাসু ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন কে বিশেষ ধন্যবাদ জানান। ভবিষৎতেও তিনি নারীদের এভাবে সমর্থন যোগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে উইমেন অ্যান্ড ই-কমার্স (WE) এর ফাউন্ডার নাসিমা আক্তার জানান বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা গর্বের এবং এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের আরোও প্রচার হবে ।
উল্লেখ্য এর আগে গত ৫ ফেব্রুয়ারি, রবিবার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্টিত স্প্রিং ফেয়ারে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উই এর নারী উদ্যোক্তারা।