মালয়েশিয়ায় ৬৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত
মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৬৩ জন হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ৯ এপ্রিল দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বাংলাদেশি ৬৩ জনসহ বিভিন্ন দেশের মোট ৬০১ জন বিদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের নাম-পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি। আক্রান্ত বিদেশি নাগরিকদের মধ্যে ২৪২জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন ৩৫৬ জন। মারা গেছেন তিনজন। মৃত তিনজন কোন দেশের নাগরিক উল্লেখ করা না হলেও, বিভিন্ন সূত্র জানিয়েছে তাঁদের মধ্যে বাংলাদেশি কেউ নেই।
শুক্রবার মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, আক্রান্ত ৬০১ জন বিদেশির মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ১০৮ জন, ফিলিপাইনের ১০৪ জন, ভারতের ৬০ জন, মিয়ানমারের ৩১ জন, পাকিস্তানের ৫১ জন এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
গতকাল শুক্রবার মালয়েশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরো দুজন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ হয়েছেন ২০১ জন।
সর্বমোট মারা গেছেন ৮৬ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৭ জন, মোট আক্রান্ত ৫২৫১ জন।