যুক্তরাজ্যে সফল বাংলাদেশির তালিকায় এনটিভি ইউরোপের সাবরিনা হোসাইন
যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বিজনেস আমেরিকা ম্যাগাজিনে প্রকাশিত যুক্তরাজ্যের সফল বাংলাদেশির তালিকায় এনটিভি ইউরোপের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সাবরিনা হোসাইন মনোনীত হয়েছেন।
গতকাল (৮ এপ্রিল) বিজনেস আমেরিকা তাদের অফিশিয়াল সাইটে এই ঘোষণা দেয়।
ব্যবসা, মানবসেবা, গণমাধ্যম ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা হোসাইনের এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
সাবরিনা হোসাইন জানান, এই অর্জন প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পাশাপাশি তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।