রিয়াদে প্রবাসী চট্টগ্রাম বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সৌদি আরবের রিয়াদে প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাথা ফোর স্টার হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমীর আব্বাস জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের প্রধান উপদেষ্টা হাফেজ কারি আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা তালুকদার হারুন রশীদ, শেখ মো. সেলিম, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতারা।
সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সিনিয়র নেতারা। সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি কামনা করে ইফতারপূর্ব মোনাজাত করা হয়।
সভায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব দিয়ে অবিলম্বে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কমিটি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও বক্তব্য দেন সালাহউদ্দিন, পেয়ারু, মতিউর রহমান ও গিয়াসউদ্দিন। সৌদি আরব প্রবাসী বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নেন।