সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সম্মাননা পাচ্ছেন কিশোয়ার চৌধুরী
অস্ট্রেলিয়ার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’-এর ৫৭টি পর্ব পেরিয়ে গ্র্যান্ড ফিনালে-তে তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিশোয়ার চৌধুরী। প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হবে।
কাউন্সিলের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ ফয়সাল আহমেদ জানান, সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের আসন্ন অভিষেক সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কিশোয়ার চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হবে। কাউন্সিলের কার্যকরী পরিষদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ‘চ্যানেল ১০’-এ মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান প্রচার করা হয়। ফাইনাল ডিশ রান্না নিয়ে কিশোয়ার বিচারকদের উদ্দেশে বলেন, ‘প্রতিযোগিতায় এমন রান্না সত্যিই চ্যালেঞ্জের। সাধারণত রেস্টুরেন্টে এই আইটেমটি রান্না হয় না। কিন্তু বাঙালির কাছে এটা অত্যন্ত পরিচিত।’ ফাইনাল ডিশ হিসেবে এটা রান্না করতে পেরে নিজের তৃপ্তির কথাও জানান কিশোয়ার। এই রান্না দেখে ও এর স্বাদ নিয়ে বিচারকেরা রীতিমতো অভিভূত হয়ে পড়েন।
তবে মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ফাইনাল রেজাল্টের আগেই লাখ লাখ বাঙালির মন জয় করে নিয়েছেন কিশোয়ার চৌধুরী।