নেদারল্যান্ডসে মাতৃভাষার জয়গান
নেদারল্যান্ডসের দি হেগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং ভারত, মালয়শিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।
নেদারল্যান্ডস আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সীমানে পেরিয়ে’, ‘সোনার বাংলা’সহ প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় জনগণও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
এ অনুষ্ঠান উপলক্ষে নেদারল্যান্ডসের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বরাবরের মতোই ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের সুবিধার্থেই সাপ্তাহিক ছুটির দিনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতি-বর্ণের মানুষ সমস্বরে গাইলেন মাতৃভাষার জয়গান। শীতের সকালে প্রতিকূল আবহাওয়ায়ও তিনশ জনের ধারণক্ষমতার হলে তিল ধারনের ঠাঁই ছিল না। শান্তি ও সাংস্কৃতিক বৈচিত্রের বার্তা নিয়ে মাতৃভাষা দিবস যেন বাংলাদেশের সীমানা পেরিয়ে সুদূর দি হেগে এসে পেল সার্বজনীনতা।
অনুষ্ঠানে প্রথমভাগের আলোচনা পর্বে অংশ নেন নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল, দি হেগের ডেপুটি মেয়র ও রাষ্ট্রদূতরা।
রাষ্ট্রদূত বেলাল তাঁর বক্তব্যে জানান, শান্তি ও ন্যায়বিচারের শহর হিসেবে পরিচিত দি হেগে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার স্বপ্ন সত্য হতে চলেছে। স্থায়ী শহীদ মিনার নির্মাণের উপযুক্ত স্থান বরাদ্দের জন্য দূতাবাসের আবেনদনটি দি হেগের নগর কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।
দি হেগের ডেপুটি মেয়র রাবিন বালদেব সিং আন্তর্জাতিক মাতৃভাষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মেয়র দি হেগে একটি শহীদ মিনার নির্মাণ প্রস্তাবের সঙ্গে নগর কর্তৃপক্ষ নীতিগতভাবে একমত বলে ঘোষণা দেন।
বাংলাদেশ দূতাবাসের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আশাতীতভাবে সাড়া মেলে বিভিন্ন দেশের। মাতৃভাষা ও সংস্কৃতির সৌন্দর্যকে সবার সামনে উপস্থাপন করতে ১০টি রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। গল্পের ছলে বাংলাদেশের শিশুদের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার প্রয়াস সবাইকে বিশেষভাবে নাড়া দেয়। রঙিন সাজে শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ডের শিল্পীদের পরিবেশনা সবার নজর কাড়ে। কবিতা-গানে নেদারল্যান্ডস, ভারত, মালয়শিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ব্যাতিক্রমধর্মী পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। সুর-সংগীতের আনন্দধারায় ডেপুটি মেয়র রাবিন বালদেব সিংয়ের পরিবেশিত বাংলা গান যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠান শেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি দূতাবাসে মহান শহীদ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা ও নেদারল্যান্ডস সফররত এ আর কে গ্রুপের একটি প্রতিনিধিদল। তাঁদের উপস্থিতিতে ঢাকা থেকে পাঠানো বাণী পড়ে শোনানো হয়। তারপর শহীদ মিনারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।