খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সৌদিতে প্রতিবাদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা ও প্রতিবাদ সভা করেছে দলটির সৌদি আরবের দাম্মাম মহানগর শাখা।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মামের একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে এই সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাম্মাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোস্তফা।
সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন দাম্মামের কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত কামাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন।
সভায় বিশেষ অতিথি ছিলেন দাম্মামের সহসভাপতি মহিউদ্দিন মহিম, সামছুর হোসেন বাবুল ও মনিরুজ্জামান বাবুল, আল খোবার জেলা বিএনপির সভাপতি কাশেম মাহমুদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর।
আরো উপস্থিত ছিলেন আল খোবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর সাফা টিটু, সিনিয়র সহসভাপতি সামসুজ্জামান মিঠু, হাম্মাম কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শরিফ মাহমুদ দুর্জয়, আল আমামরা বিএনপির সভাপতি ও দাম্মাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব শাহীন, আল খোবার জেলা বিএনপির উপদেষ্টা খায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরশেদ খান, দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির সভাপতি আবদুল হান্নান, রাবিয়া বিএনপির সভাপতি সোহেল আহাম্মেদ, বাদিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বাদল সরকার, আল হারাজ বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইমরান শেখ সাগর, চট্টগ্রাম বিএনপির সভাপতি জিল্লুর রহমান।
এর আগে হাফেজ আসসামের কোরআন তেলাওয়াতের পর আলোচনা ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য দেন দাম্মাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।
সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারা দেশে বিএনপির সবস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তাঁরা বর্তমান সরকারের কঠোর সমালোচনাও করেন।