মালয়েশিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ফ্রেন্ডস অব মুন্সীগঞ্জ’
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘ফ্রেন্ডস অব মুন্সীগঞ্জ’। গত বুধবার রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের ডানা কোটার এসএলকে ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়।
ফ্রেন্ডস অব মুন্সীগঞ্জের খেলোয়াড় ছিলেন আমান ও সুলায়মান। প্রথম রানার আপ হয়েছেন এফটি ইউনাইটেড সিলেটের লায়েক ও খসরু। দ্বিতীয় রানার আপ হয়েছেন বিডি লায়ন্সের রিজভি ও জহিরুল। অসাধারণ খেলে দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের বিচারে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান এফটি ইউনাইটেডের খসরু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সচিব এস কে শাহিন। ছিলেন প্রোডাকশন হাউজ এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এস কে শাহিন বলেন, ‘প্রবাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। কিছু সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম কৈশোরে।’ ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন নিয়ে সামনে আশারও পরামর্শ দেন হাইকমিশনের এ কর্মকর্তা।
আয়োজক প্রোডাকশান হাউজ এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিম বলেন, ‘ব্যাডমিন্টন মালয়েশিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে আমরা বাংলাদেশিরাও যে পিছিয়ে নেই, আজ সেটা প্রমাণ হলো। এই খেলার মাধ্যমে একে অন্যের সঙ্গে একটি সেতুবন্ধ তৈরি হলো। মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতি খেলোয়াড়কে মেডেল দেওয়া হয়। সেরা দর্শকের পুরস্কার পান দাতিন জেসমিন শেখ। আয়োজক হিসেবে এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিমের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনের কর্মকর্তা এস কে শাহিন।
এ ছাড়া এজিডি পিক্সার্সের পক্ষ থেকে কোস্পন্সর এক্সট্রিম গ্রুপ, পোশাক তৈরি প্রতিষ্ঠান লিভিং আর্ট ও রেস্টুরেন্ট ফুড ভিলেজের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, বাদলুর রহমান খান, মাহবুব আলম শাহ, শাহিন সরদার, মানসুর আল বাসার সোহেল, ব্রাউন সোহেল, অলিউর রহমান আলো, মেঘনা-দাউদকান্দি ইয়ুথ কমিউনিটির সভাপতি জালাল উদ্দিন সেলিম, যশোর সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, কোতারায়া বিজনেস কমিউনিটির সভাপতি রাশেদ বাদল, সাধারণ সম্পাদক এস কে নিপু, কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান, এক্সট্রিমগ্রুপের চেয়ারম্যান মহসিন শিকদার পাভেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফুল ইসলাম থিংকু, ফুড ভিলেজ রেস্টুরেন্টের মালিক এস কে সেন্টু।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবার নিয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল আরটিভি ও বিডিনিউজটুয়েন্টিফোর।