অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীদের মিলনমেলায় জমকালো এনটিভি উৎসব
আলো ঝলমলে নগরী অস্ট্রেলিয়ার সিডনি। এই নগরের রকডেল, কোগরা, লেকেম্বা মিন্টু, ব্লাক টাউনসহ শহরের বিভিন্ন এলাকা সাজে এনটিভির সবুজ পোস্টারে। এলাকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে তাঁদের বাড়তি পাওয়া।
সিডনির রকডেলে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এনটিভি উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ও লেবার পার্টির স্থানীয় নেতারাও। উৎসবের উদ্বোধনকালে স্টেজে চলছিল বাংলাদেশের জাতীয় সংগীত।
অস্ট্রেলিয়ায় এনটিভি উৎসব দেশের বাইরে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের প্রথম আয়োজন। এমন আয়োজনে সবচেয়ে আনন্দিত অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি পরিবারের মুখে ছিল একধরনের আনন্দের তৃপ্তি। আর অনুষ্ঠানে সব দর্শক বুকে লাগিয়েছেন এনটিভির মনোগ্রাম।
সিডনির রকডেলে প্রধান অতিথির বক্তব্যে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আপনাদের ভালোবাসায় এনটিভি অর্জন করেছে দেশে শীর্ষস্থান। এই টিভির মালিক আপনারা, দেশের জনগণ। আমি আপনাদের হয়ে এই টিভিকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় অনুষ্ঠানের মান ও নিউজে আমরা পেয়েছি আইএসও সার্টিফিকেট। এই সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের সঙ্গে আজকের এই উৎসবে থাকতে পেরেছি।’
এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ বলেন, ‘গত তিন বছরে আমাদের কাজের স্বীকৃতি পেয়েছি অস্ট্রেলিয়া সরকারসহ বিভিন্ন দেশি কমিউনিটি থেকে। আগামী দিনে এনটিভি অনলাইন হবে বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ পোর্টাল।’ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এনটিভি এখন আর কমিউনিটির বাংলাদেশিদের জন্য না, মূলধারার টেলিভিশন।’
কমিউনিটি ও সিডনি মিডিয়ায় কাজের স্বীকৃতি দিয়েছে এনটিভি অস্ট্রেলিয়া। এবারের এই সম্মান অর্জন করেন বাংলাদেশি শাহ জামান টিটু। ভাষা, কমিউনিটি ও শরণার্থীদের নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন। একই সঙ্গে বাংলাদেশিদের জীবনমান উন্নয়নেও কাজ করছেন তিনি। তাঁকে এই পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক ও প্রেস কাউন্সিলের আহ্বায়ক বদরুল আলম। এই অনুষ্ঠানে এনটিভি পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটিং ও সোশ্যাল মিডিয়ার আসিফুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্সের শাকিল আহমেদ, প্রশাসনের সাইফুল ইসলাম, পারভেজ মজুমদার, বিভা সরকার, আনজুমান অ্যানি, সুমাইয়া শুভ প্রমুখ।