দুই দিনের সফরে মালয়েশিয়ায় খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম দুই দিনের সফরে মালয়েশিয়া গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৬ ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
খাদ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালয়েশিয়ার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে বেশ কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকেই কুয়ালালামপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জড়ো হতে থাকেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁরা রাত সোয়া ২টায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামকে বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অপেক্ষমাণ মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মীর সঙ্গে কুশল বিনিময় করেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতারা।
আজ বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সলিল হোটেলের বলরুমে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।
সংক্ষিপ্ত সফর শেষে ১১ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে মালয়েশিয়া ছাড়বেন খাদ্যমন্ত্রী।