শরীয়তপুর হোক নদীর নাম
নেতা, আপনি কোথায় আছেন কত দূরে?
সময় করে আসেন যদি শরীয়তপুরে
তুলে দেব একটি দাবির খাম
শরীয়তপুর হোক নদীর নাম!
শরীয়তপুর বলতে না হয় চিনব শুধু জল
জলের নাচন দেখব ভেসে সব অভাগীর দল
আমজনতার ধন্য নেতা ফের দেব সালাম
শরীয়তপুর হোক নদীর নাম।
নেতা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন
নতুন করে নেতা হওয়ার চিত্র আঁকুন!
আকাশ কিনুন, বাতাস কিনুন রক্তে দেব দাম
সংসদে প্রস্তাব আনুন শরীয়তপুর একটি নদীর নাম।