সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি নিহত
সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইল এলাকায় বজ্রপাতে আহমদ ছাফা (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
নিহত আহমদ ছাফার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায়। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোহারদীঘির এলাকার দফাদার পাড়ার মোজাহের আহমদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় কাজ করার সময় বজ্রপাত হলে আহমদ ছাফা ঘটনাস্থলেই নিহত হন।
আহমদ ছফা সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার দিন তিনি কাজ করা অবস্থায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। গতকাল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন।
নিহত আহমদ ছাফার মরদেহ বর্তমানে আবহা প্রদেশের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।