বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়ার ইফতার মাহফিল
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত বাংলাদেশি প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালামাপুরের ক্যাফে স্টার কাবাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ ইফতার মাহফিলের কার্যক্রম শুরু করেন।
ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত ৭৫ জন প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মো. আমান উল্লাহ। এছাড়াও বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী তারেক, ডা. তানিয়া ইসলাম, অসীম সাহা রায়, পারিসা ইসলাম ও পাভেল সারওয়ার।
ইফতার মাহফিলে মুক্ত আলোচনায় উপস্থিত প্রবাসীরা বিডিএক্সপ্যাট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা আগামীতে বিডিএক্সপ্যাটের কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ দেন।
সংগঠনটির কর্মকর্তারা জানান, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে সংগঠনটি।