রাফি আলমের কণ্ঠে জনপ্রিয় ৩ গান
গানে টরেন্টোর পরিচিত মুখ রাফি আলম। রিয়েলটর, মর্টগেজ এজেন্ট, বিল্ডার, উপস্থাপকসহ নানা কাজের সঙ্গে যুক্ত আছেন। গান করেন ছাত্র জীবন থেকেই।
এবার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন। ওরে নীল দরিয়া এবং আমার হাড় কালা করলি রে সহ তিনটি জনপ্রিয় গান অন্য ধাচে নিজের কণ্ঠে গাইলেন। ভয়েস এর পাশাপাশি তিনটি গানেরই মিউজিক ভিডিও তৈরি করেছেন। মিউজিকসহ সব আয়োজনের নেপথ্যের কারিগর ডিজে রাহাত। গানগুলো ইউটিউবসহ প্রায় ২৫০ টি ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
‘রাফি আলম মিউজিক রানওয়ে’ শিরোনামে গান তিনটি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টরেন্টোর বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই রাফি আলম এর গায়কী এবং তার নির্মিত মিউজিক ভিডিওগুলোর প্রশংসা করেন।
রাফি আলম জানান, গান আমার রক্তের সাথে মিশে আছে। ছাত্র জীবন থেকেই গান করি। ভাল লাগা থেকেই তিনটি জনপ্রিয় গান ডিজে রাহাত এর কম্পোজিশনে করলাম। মিউজিক ভিডিওগুলো তার নির্দেশনায় নির্মাণ করা হয়েছে। আমি সাধ্যমত চেষ্টা করেছি। গানগুলোর গায়কী এবং মিউজিক ভিডিও কেমন হয়েছে তা দর্শক ভাল বলতে পারবেন।
ডিজে রাহাত বলেন, রাফি ভাইয়ের কণ্ঠে অন্য রকম মাদকতা আছে। তার কণ্ঠ এবং ভিডিওলাইজেশন এক অর্থে চমৎকার। আমরা চেষ্টা করেছি। কেমন করেছি সেটার ভার আপনাদের উপর দিলাম।