খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। গত রোববার (৩০ জুন) বাদ মাগরিব কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ দোয়া মাহফিল শুরু হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ ফজলুল করিম সোহরাব, মো. কাজী সালাউদ্দিন, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সহদপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, বিএনপি নেতা ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, জিয়া কাজী, ইমন হাসান, ইসমাইল মজুমদার, বিএনপি সদস্য ও যুবদল নেতা জসীম উদ্দিন, শাহজাহান হাওলাদার, ইসমাইল আকন্দ, কাজী সোহেল মাহমুদ, মঞ্জুর আলী, সাইদুর রহমান বাবু, আক্তার হোসেন, আক্তার গাজী, বেলাল হোসেন, আমির হোসেন আমু, রিয়াজ, জাসাস নেতা ও আসাদুজ্জামান মাসুমসহ অন্যান্যরা।
এ সময় বিএনপি নেতারা বলেন, একটি স্বাধীন দেশের মানুষ মত প্রকাশের অধিকার পায় ভোটের মাধ্যমে। কিন্তু সেই অধিকার এই দেশ থেকে কেড়ে নিয়েছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। এই সরকার যত দিন ক্ষমতায় আছে, তত দিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানি কোনো কিছুরই নিরাপত্তা নেই।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান মালয়েশিয়া বিএনপির নেতারা।