খোশ আমদেদ মাহে রমজান
খোশ আমদেদ মাহে রমজান। নতুন চাঁদের আবির্ভাবের মধ্যদিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের অসংখ্য মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম রোজার জন্য সেহরির শেষ সময় ঢাকায় রাত ৩টা ৩৮ মিনিট এবং আগামী কাল ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট।
রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। তিনি আশা করেন, রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, আসুন আমরা সব অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ তাঁর বাণীতে অভিপ্সা ব্যক্ত করেন, রমজান মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা। এ ছাড়া, রমজানের পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরো বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে উত্তম জীবনযাপন করবে বলেও আশা রওশন এরশাদের।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পবিত্র রমজান মাসে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন যাতে প্রতিটি মুসলমানের জীবন শান্তি-সুখ ও মঙ্গলময় হয়ে ওঠে।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাণীতে খালেদা জিয়া বলেন, হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে ব্রতী হওয়ার আহ্বান জানান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।