আপনার জিজ্ঞাসা
মসজিদে কোন পাশে নামাজ আদায় করবেন নারীরা?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭২০তম পর্বে কানাডা থেকে ইমেইলে মসজিদে নারীদের নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন ফাতিমা। প্রশ্নোত্তরের অনুলিখন করেছেন মুন্সী আব্দুল কাদির।
প্রশ্ন : We see ‘Apnar Giggasha’ all the time. We really like it. I go to the mosque with my son. There are two sides. My son goes to the men’s side. He is under 15 years old. And I go to the Women’s side. Am I still allowed to go to the women’s side? (আমরা সব সময় ‘আপনার জিজ্ঞাসা’ দেখি। সত্যিই আমরা এটি পছন্দ করি। আমি আমার ছেলের সাথে মসজিদে যাই। সেখানে দুটি দিক আছে। আমার ছেলে পুরুষদের দিকটাতে যায়। তার বয়স ১৫ বছরের কম। আর আমি মেয়েদের দিকটায় যাই। আমি কি মেয়েদের দিকটায় যেতে পারি?)
উত্তর : হ্যাঁ। মেয়েদের সাইডেই আপনি সালাত আদায় করবেন। যেহেতু সাইড ভিন্ন করা হয়েছে। আর সালাতের মধ্যে মেয়েদের জন্য সাইডটা আলাদা করা ওয়াজিব একটা বিষয়। কারণ হলো অন্যথায় সালাতের মধ্যেই একটা এখতেলাফ তৈরি হতে পারে, সংমিশ্রণ তৈরি হতে পারে। সেটা ইসলাম অনুমোদন করে না। সেটা হারাম কাজ।
ইমেইল ঠিকানা : [email protected]