আপনার জিজ্ঞাসা
ইসলামী রাজনীতি কাকে বলে ও কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৩০তম পর্বে ই-মেইলের মাধ্যমে শরীফ রাজ জানতে চেয়েছেন ইসলামী রাজনীতি কাকে বলে ও কী। অনুলিখন : সজীব খান।
প্রশ্ন : ইসলামী রাজনীতি কাকে বলে ও কী?
উত্তর : কোনো ব্যক্তি বা সরকার আল্লাহর বান্দাদের সুবিধার্থে বা কল্যাণার্থে যে কাজগুলো করে থাকেন, সেগুলো হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি মূলত মাসলাহাতের ওপর নির্ভরশীল। মানে মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত। এবং এই কল্যাণ যদি সেখানে না থাকে, তাহলে তাকে ইসলাম রাজনীতি হিসেবে স্বীকৃতি দেয় না। আর ইসলামী রাজনীতির মূলনীতি রয়েছে। সে মূলনীতি হচ্ছে, কোরআন ও হাদিস থেকে, অর্থাৎ অবশ্যই রাসূল (সা.)-এর জীবনী থেকে নির্দেশনা নিতে হবে। নির্দেশনা আমার নিজের তৈরি করা হলে চলবে না। আল্লাহ এবং রাসূল (সা.) এখানে কী নির্দেশনা দিয়েছেন, সেটি গ্রহণ করতে হবে।