আপনার জিজ্ঞাসা
পুনরুত্থানের পর ঈসা (আ.)-এর দাফন কোথায় হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ১৭৩৭তম পর্বে ঈসা (আ.)-এর প্রত্যাবর্তন সম্পর্কে কুমিল্লা থেকে চিঠিতে জানতে চেয়েছেন মোহাম্মদ হাসান। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : আমি শুনেছি যে, হজরত ঈসা (আ.) আবার পৃথিবীতে আসবেন এবং তিনি মৃত্যুবরণ করার পর তাঁকে রাসূল (সা.)-এর পাশে দাফন করা হবে। এই কথাটি কতটুকু সত্য?
উত্তর : জি, আপনি ঠিকই শুনেছেন। ঈসা (আ.) আল্লাহতায়ালার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কাছে ঈসা (আ.)-কে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার দুনিয়ায় আসবেন। কেয়ামতের পূর্ব লক্ষণগুলোর মধ্যে এটি একটি।
তিনি এসে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন, সেখানে তাঁর বিজয় হবে এবং তিনি রাসূল (সা.)-এর বিধান অনুযায়ী দুনিয়া শাসন করবেন। তার পর যখন তাঁর ইন্তেকাল হবে, তখন তাঁকে রাসূল (স.)-এর পাশে তাঁকে দাফন করা হবে। সুতরাং এ বিষয়ে আপনি যা শুনেছেন, সেটা সহিহ।