আপনার জিজ্ঞাসা
গোঁফ রাখা কি হালাল না হারাম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ১৭৩৭তম পর্বে গোঁফ রাখার বিধান সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন আহাম্মদ আলী মোল্লাহ। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : মোচ বা গোঁফ (Mustache) রাখা কি হালাল নাকি হারাম?
উত্তর : রাসূল (সা.) তাঁর হাদিসের মধ্যে বলেছেন, মোচ কাটা বা ছাঁটার জন্য আর দাড়ি লম্বা করার জন্য।
অন্যান্য ধর্মের মানুষ যেভাবে মোচ খুব লম্বা বা বড় করে রাখেন, সেভাবে রাখলে তাঁদের প্রতি রাসূল (সা.)-এর হাদিস, ‘মান তাশাব্বাহা বি কাউমিন ফাহুয়া মিনহুম,’ অর্থাৎ যে অন্যদের অনুসরণ করে কোনো কাজ করবে, সে তাঁদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব, অন্যান্য ধর্মে গোঁফ ছেড়ে দেওয়া আর দাড়ি না রাখার যে প্রবণতা, মুসলমানদের করতে হবে তার বিপরীত। অর্থাৎ দাড়ি লম্বা করে রাখা আর মোচ বা গোঁফ ছেঁটে ছোট করে রাখা।
সুতরাং মোচ রাখাটা হারাম নয়, কিন্তু কেটে ছোট রাখতে হবে।