আপনার জিজ্ঞাসা
মেকআপ নষ্ট হবে, ওজু না করে কি তায়াম্মুম করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৩৫তম পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ইমেইলে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন। অনুলিখন করেছেন মুন্সী আব্দুল কাদির ।
প্রশ্ন : Can you Tayammum when there is water within your reach and you are not sick? But due to other consistence, for example, like you are in a party and you don’t want to mess up your makeup? Can you tayammum and perform faraz prayer? Will that be a sin? (যখন আপনার নাগালের মধ্যে পানি আছে এবং আপনি অসুস্থ নন, এমন অবস্থায় কি আপনি তায়াম্মুম করতে পারবেন? যেমন ধরুন, আপনি কোনো পার্টিতে আছেন এবং আপনি মেকআপ নষ্ট করতে চাচ্ছেন না; এমতাবস্থায় ওজু না করে তায়ম্মুম করে কি ফরজ নামাজ আদায় করা যাবে? সেটা করলে কি পাপ হবে?)
উত্তর : না। এটা আপনার জন্য বৈধ নয়। এই তায়াম্মুম, এই ইসলাম, মেকআপের ইসলামের যে কথা আপনি বলছেন তা শুদ্ধ নয়। এই সুযোগ ইসলামের মধ্যে নেই। কোনো ওজর না থাকলে ওজু করেই সালাত আদায় করতে হবে।
ঈমানদার ব্যক্তিরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করবেন। আর যাদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে তারা কোথায় ফাকফোকর বা কোথায় সুযোগ আছে সেটা বের করার জন্য চেষ্টা করবে। এটা শুদ্ধ নয়।