আপনার জিজ্ঞাসা
নারীদের তারাবি নামাজ ঘরে, নাকি জামাতে পড়া উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ১৭৩৮তম পর্বে ই-মেইল পাঠিয়ে ড. সুরাইয়া পারভীন তারাবি নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। প্রশ্নোত্তরের ভাষান্তর করেছেন মনিরুজ্জামান মনু
প্রশ্ন : নারীদের তারাবি নামাজ কি ঘরে পড়া উত্তম, না জামাতে পড়া উত্তম?
উত্তর : ঘরে পড়া উত্তম, কিন্তু জামাতে যাওয়া জায়েজ আছে। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, আল্লাহর বান্দিদের মসজিদে আসতে নিষেধ করো না। তবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, নারীদের ঘরের নামাজ উত্তম মসজিদের নামাজের চেয়ে। অতএব, মসজিদে আসার জন্য আপনার পথ খোলা আছে; পড়তে পারেন এবং পড়লে অন্যরা দেখে ও এ সুন্নাত জারি থাকবে, সমাজের মধ্যে আবার প্রচলিত হবে। তবে মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া নারীদের জন্য উত্তম বলা হয়েছে। ঘরে পড়লেও আদায় হবে, মসজিদে এসে পড়লেও আদায় হবে।