আপনার জিজ্ঞাসা
রাসূল (সা.)-এর পক্ষে উম্মতরা কোরবানি দিতে পারবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৪৭তম পর্বে তেজগাঁও, ঢাকা থেকে ই-মেইলে রাসূলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন মেহরাব জাবিন। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : আমি আপনাদের ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক ও শ্রোতা। এহেন কাজের জন্য আল্লাহ পাক আপনাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমার প্রশ্ন, রাসূল (সা.)-এর পক্ষে উম্মতরা কোরবানি দিতে পারবে কি?
উত্তর : রাসূলুল্লাহ (সা.)-এর পক্ষে উম্মতের কোরবানি দেওয়ার বিষয়টি সালফেস সালেহিনদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে সালফেস সালেহিন বলতে আমি বোঝাচ্ছি, রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবিদের আমল এ বিষয়ে পাওয়া যায়নি।
তবে প্রতিটি ভালো কাজ, যে কাজগুলো রাসূলুল্লাহ (সা.) উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছেন এবং করতে উম্মতকে পথ দেখিয়েছেন, সেসব কাজেরই মূলত রাসূলুল্লাহ (সা.) সওয়াব এমনিতেই পেয়ে যাবেন।
যেহেতু হাদিসের মধ্যে রাসূল (সা.) নিজে এরশাদ করেছেন, ‘যে ভালো কাজের দিকনির্দেশনা দিল, সে ভালো কাজ যে ব্যক্তি করল, তার মতোই।’
সুতরাং রাসূলুল্লাহ (সা.) এসব আমলের যে সওয়াব রয়েছে, সেটা অবশ্যই পাবেন। এর জন্য ভিন্নভাবে রাসূল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করার কোনো দরকার নেই।