আপনার জিজ্ঞাসা
নামাজের জন্য মেয়েদের উত্তম জায়গা কোনটি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৫০তম পর্বে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়া সম্পর্কে পূর্ব ধোলাইপাড়, ঢাকা থেকে জানতে চেয়েছেন নুরুন্নাহার। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : অনেক আলেম তো বলে থাকেন, মেয়েদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ পড়া উত্তম?
উত্তর : মসজিদে না গিয়ে ঘরে সালাত আদায় করা শুধু আলেমদের বক্তব্য নয়, তাঁদের (নারী) জন্য উত্তম হচ্ছে, তাঁদের ঘরে তাঁরা সালাত আদায় করবেন। এটি উত্তম, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাঁদের উদ্বুদ্ধ করা হয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে যেমন জুমার সালাতে উদ্বুদ্ধ করা হয়েছে। যেহেতু এখানে শুধু সালাত নয়, সালাতের সঙ্গে হেদায়েতের খুতবা ও কথা রয়েছে। এই আলোটুকু তাঁরা তো আর ঘরে পাবেন না। এখানে মুসলিম উম্মাহর দোয়া রয়েছে। গোটা মুসলিম উম্মাহর এই যে দোয়া, তাঁদের জন্য যে দোয়া করা হয়ে থাকে, এই দোয়াটাই মূলত এই উম্মাহকে সত্যিকারভাবে সব বিপদ, সমস্যা থেকে বাঁচিয়ে রাখে। সুতরাং এই দোয়ায় তাঁরা অংশগ্রহণ করবেন।